ভারতের লজ্জার রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: রানের খাতা না খুলেই ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন,এমন ঘটনা টেস্টক্রিকেটের ইতিহাসে ঘটেছিলো মাত্র তিনবার। পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা ওবাংলাদেশই এতোদিন ছিলো এ লজ্জাজনক রেকর্ডটির অংশীদার। গতকাল তাদের পাশে যুক্তহলো ভারতের নামটাও। স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিঙে ভারতের ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রান করে। ওল্ড ট্রাফোর্ডটেস্টের প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেছে ১৫২ রানে। মাত্র ২৫ রানের বিনিময়েছয়টি উইকেট নিয়েছেন ব্রড। অ্যান্ডারসনের ঝুলিতে জমা হয়েছে তিনটি উইকেট।ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ভারত যে ১৫২ রান জমা করতে পেরেছে,তারপ্রধান কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনির। ৭১ রানের ইনিংস খেলে প্রায় একাই লড়াইচালিয়েছেন ভারতের অধিনায়ক। ৪২ বলে ৪০ রানের দ্রুতগতির ইনিংস খেলে ভারতকেকিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে গেছেন রবীচন্দ্রন অশ্বিন। সপ্তম উইকেটজুটিতে তারা যোগ করেছিলেন ৬৬ রান।
লজ্জাজনক এক রেকর্ডের ভাগিদার যেভারত হয়ে যেতে পারে,তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছিলো শুরুতেই। প্রথম ছয় ওভারেরমধ্যেই শূন্য রানে আউট হয়েছিলেন ভারতের প্রথম সারির তিন ব্যাটসম্যান মুরলিবিজয়, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। তাদেরও আগে মাত্র ৪ রান করে সাজঘরেফিরেছিলেন দীর্ঘদিন পর দলে ফেরা গৌতম গম্ভীর। মাত্র ৮ রান সংগ্রহ করতেইচারটি উইকেট হারিয়েছিলো ভারত। পরে রানের খাতা খুলতে পারেননি রবীন্দ্রজাদেজা,ভুবনেশ্বর কুমার ও পঙ্কজ সিং।