ব্রার্থওয়েটের রেকর্ডে ক্যারিবিয়ানদের জয়

 

মাথাভাঙ্গা মনিটর: ওপেনার ক্রেইগ ব্রার্থওয়েটের বিশ্ব রেকর্ডের ম্যাচে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হারলেও, তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। দু ইনিংসেই ওপেনার হিসেবে খেলতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকার অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রার্থওয়েট। দুই ইনিংসে ব্রার্থওয়েটের রান ছিলো ১৪২ ও ৬০। চতুর্থ দিনে ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ১১৪ রান তুলে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ৩৯ রান প্রয়োজন, চতুর্থ দিন শেষে জয়ের সমীকরণটা এই পরিস্থিতিতে নিয়ে আসে ক্যারিবীয়রা। সেই লক্ষ্যে পঞ্চম দিনের প্রথম ৪৭ বলেই প্রয়োজনীয় ৩৯ রান তুলে নেয় ক্যারিবীয়রা। তবে আগের দিনের ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। ২০১২ সালে নভেম্বরের পর থেকে বাংলাদেশের পর বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ রান নিয়ে দিন শুরু করে ৬০ রানে অপরাজিত থাকেন ব্রার্থওয়েট। আর ৩৬ রান নিয়ে শুরু করে ব্রার্থওয়েটের মত ৬০ রানেই অপরাজিত থাকেন শেন ডোরিচ। প্রথম ইনিংসের মত এই ইনিংসেও অপরাজিত থাকেন ব্রার্থওয়েট। বিশ্বের প্রথম ওপেনার হিসেবে টেস্টের দুই ইনিংসেই অপরাজিত থেকে ম্যাচ শেষ করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ম্যাচের সেরা হয়েছেন ব্রার্থওয়েট। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের ইয়াসির শাহ। সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান।