ব্রাজিল হেরে যাওয়ায় আত্মহত্যা!

মাথাভাঙ্গা মনিটর: ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছেস্বাগতিক ব্রাজিলের শোচনীয় হারের পর অপমানে আত্মহত্যা করেছে দলটির ভক্ত একনেপালি কিশোরী।গতকাল বুধবার সকালে প্রাগিয়া থাপা (১৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে নেপালের পুলিশ।প্রাগিয়াপূর্ব নেপালের সানসারি জেলার বাসিন্দা। একদিকে হারের দুঃখ,উপরন্তু তা নিয়েবন্ধুদের ঠাট্টা-মশকরার কারণে প্রাগিয়ে আত্মহত্যা করে বলে পুলিশেরদাবি।গত মঙ্গলবার ব্রাজিলের বেলো হরিজন্তে স্টেডিয়ামে জার্মানির কাছে ৭-১গোলের বিশাল ব্যবধানে হেরে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব থেকে ছিটকে পড়েপাঁচবারের শিরোপা জয়ী দেশ ব্রাজিল।আয়োজক দেশ হওয়ার কারণে ২০১৪ সালেরবিশ্বকাপ শিরোপা জেতার বিষয়ে একটু বেশিই আশাবাদী ছিলো সর্বোচ্চ সংখ্যক শিরোপারঅধিকারী দেশটি।খেলার প্রথমার্ধেই একপেশেভাবে পাঁচ গোলে পিছিয়ে পড়ার পরব্রাজিলের খেলোয়াড়রা কাঁদতে কাঁদতে বিরতিতে যান। বিশ্বকাপের ইতিহাসে এ ধরনের চিত্রবিরল।ব্রাজিলের বিপর্যয়কর পরাজয়ে সারাবিশ্বের কোটি ভক্তের মতো প্রাগিয়াওআচ্ছন্ন ছিলো পরাজয়ের শোকে। এর মধ্যে বন্ধুদের পাশাপাশি জার্মানিকে সমর্থন জানানো মাও বোনের কাছে অপমানিত বোধ করায় মেয়েটি আত্মহত্যা করে বলে জানায়পুলিশ।অপমান বোধের কারণে রাতেই নিজের কক্ষে চলে যায় প্রাগিয়া। সেখানেকিছুক্ষণ পড়াশোনাও করে দশম শ্রেণিতে পড়ুয়া এ ছাত্রী। তবে সকালে তাকে গলায় ফাঁসদেয়া অবস্থায় পাওয়া যায় বলে জানাই এক পুলিশ পরিদর্শক।