ব্রাজিল বিশ্বকাপে নেই কাকা রবিনহো রোনালদিনহো

 

মাথাভাঙ্গা মনিটর: বর্তমানফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। ছয়বারের মতো বিশ্বকাপ জেতার লক্ষ্যনিয়েই গত বুধবার ২৩ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কোলারি।১৯৯৪ বিশ্বকাপের পর ২০১৪। কুড়ি বছরের মধ্যে এই প্রথম ব্রাজিলের বিশ্বকাপ টিমে নেই একজনও বিশ্বজয়ী ফুটবলার।স্কোলারিঅবশ্য বিশ্বকাপজয়ী কোচ। ব্রাজিলকে ২০০২-এ কাপ দিয়েছেন। তবে অবাক করার মতোবিষয় হলো নিজেদের দেশে বিশ্বকাপে নেই কাকা,রবিনহো,রোনালদিনহো,পাতো,লুকাস মউরার মতো ব্রাজিলীয় তারকারা। প্রত্যাশা জাগিয়েও ডাক পাননিঅ্যাতলেতিকো মাদ্রিদের দু রক্ষণাত্মক ফুটবলার মিরান্দা এবং ফেলিপে লুইজ।বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের ঘোষিত দলের সদস্যরা হলেন:গোলকিপার:জুলিও সিজার (টরোন্টো এফসি),জেফারসন (বোটাফোগো),ভিক্টর (গ্রেমিও)।ডিফেন্ডার: দানি আলভেজ (বার্সেলোনা),মাইকন (রোমা),মার্সেলো (রিয়ালমাদ্রিদ),ম্যাক্সওয়েল (প্যারিস সাঁ জাঁ),দাভিদ লুইজ (চেলসি),থিয়াগোসিলভা-অধিনায়ক (প্যারিস সাঁ জাঁ),দাঁতে (বায়ার্ন মিউনিখ),হেনরিকে (নাপোলি)। মিডফিল্ডার: লুইজ গুস্তাভো (উলফসবার্গ),পওলিনহো (টটেনহ্যামহটস্পার),রামিরেজ (চেলসি),ফার্নান্দিনহো (ম্যাঞ্চেস্টার সিটি),অস্কার (চেলসি), হার্নানেস (ইন্টার মিলান), উইলিয়ান (চেলসি), বার্নার্ড (শাখতারডনেস্ক)। ফরোর্য়াড: নেইমার (বার্সেলোনা), ফ্রেড (ফ্লুমিনেন্স), হাল্ক (জেনিট সেন্ট পিটার্সবার্গ),জো (আটলেটিকো মিনেইরো)