ব্যাট বল দুটোতেই দাপট ধরে রেখেছে নিউজিল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: ম্যাচের দ্বিতীয় দিন অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পর দিবারাত্রির অকল্যান্ড টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটসম্যান হেনরি নিকোলস। ফলে ৮ উইকেটে ৪২৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিলো ৫৮ রান। তাই প্রথম ইনিংসে ৩৬৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে ইংলিশরা। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ২৩৭ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ২০ দশমিক ৪ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী পেসার ট্রেন্ট বোল্ট ৬ ও জেমস এন্ডারসন ৪ উইকেট নেন। এরপর ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২২৯ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন ২৩ দশমিক ১ ওভার ও তৃতীয় দিন খেলা হয় মাত্র ১৭ বল। তবে চতুর্থ দিন ঠিকভাবেই হয়েছে ম্যাচ। তাই ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে বড় স্কোরই গড়ে নিউজিল্যান্ড।