বোলিং পরীক্ষা দিচ্ছেন নিষিদ্ধ হাফিজ

মাথাভাঙ্গা মনিটর: নিষেধাজ্ঞা ওঠাতে নিজের বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক পরীক্ষা দিতে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে নিশ্চিত করেছে, এই মাসের শেষের দিকেই হাফিজ তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন। এর আগে অবশ্য ভারতে অনানুষ্ঠানিক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন পাকিস্তানের এ অফস্পিনার। হাফিজের অ্যাকশন অবৈধ প্রমাণ হওয়ায় আইসিসি গত ডিসেম্বরে তাকে বোলিং থেকে নিষিদ্ধ করে। গত নভেম্বর মাসে আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট চলার সময় আম্পায়াররা ৩৪ বছর বয়সী এ অফ-স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর লাফবরোতে ২৪ নভেম্বর হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষার পর দেখা যায় বল সব ধরণের ডেলিভারি করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। হাফিজকে অবশ্য ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের দলে রাখে পাকিস্তান। তবে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেলে বিশ্বকাপে তার অফস্পিনও ভালোই কাজে লাগবে দেশটির জন্য। ১৫৩টি ওয়ানডে খেলে ১২২ উইকেট নেয়া হাফিজ পরীক্ষা উতরে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান পিসিবির সভাপতি শাহরিয়ার খান।