বোর্ডের অবসরের প্রস্তাব মানবেন না শচীন

মাথাভাঙ্গা মনিটর: অবসরের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু শচীন টেন্ডুলকারের হাতেই, আর কারও নয়। ক্রিকেটকে বিদায় জানানোর প্রস্তাব নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) বার্তাবাহক এলে তাকে সেটা নিজেই জানিয়ে দেবেন এ ব্যাটিং গ্রেট। গত সোমবার মুম্বাই মিরর তাদের প্রতিবেদনে প্রকাশ করেছিলো, দুশতম টেস্ট খেলার পর শচীনকে অবসরে যেতে বলবে বোর্ড। একদিন পরই নাম প্রকাশে অনিচ্ছুক শচীনের নিকট এক সূত্র জানালেন, সহজেই হার মানবেন না ব্যাটিং তারকা। ওই সূত্রের বরাতে সংবাদপত্রটি জানায়, ‘এখন তার (শচীন) মনোভাব হচ্ছে ‘বোর্ডের কর্মকর্তা এসে আমার সাথে কথা বলুক, এরপরই আমি ব্যবস্থা নেবো।’ তিনি আরও বলেন, ‘শুধুমাত্র শচীন ও অঞ্জলি (স্ত্রী) জানে কখন তিনি অবসর নেবেন।’

ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় শচীনের সাবেক সতীর্থ প্রবীন আমরে সতর্কতার সাথে বিষয়টি দেখভালের আহ্বান জানালেন, ‘বোর্ডের অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। শচীন তো সাধারণ কোনো ক্রিকেটার নয়। তাদের মধ্যে আরও ভালো যোগাযোগ থাকা উচিত। দুপক্ষের মধ্যেই নিজ নিজ বিষয়ে সমঝোতায় আসতে হবে। কখন অবসর নিতে হবে শচীনই সেটা ভালো জানে। আশাকরি পরিবেশ বুঝে বোর্ড ও সে আলাপ আলোচনা করবে।’