বেলগাছী নবদিগন্ত ফুটবল টূর্ণামেন্টর ফাইনালে উন্নীত হলো মর্নিংস্টার ক্লাব

টাইব্রেকারে ৬-৫ গোলে সেমিফাইনালে ফলাফল নিশ্চিত হয়।

 

স্টাফ রিপোর্টার: বেলগাছি নবদিগন্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাব। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বেলগাছি ফুটবলমাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় ঢাকার ব্রার্দাস ইউনিয়ন দলের অধিনায়কসহ চুয়াডাঙ্গা জেলা দলের বাঘাবাঘা খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বিআরজি একাদশ ও চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাব। ব্যাপক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূণ্যভাবে অমিমাংসিত থাকে। খেলা গড়ায় টাইব্রেকারে। টাই ভাঙতে প্রথমে ৫টি করে কিক থেকে উভয় দলের করা ৪-৪ গোলে আবারো টাই থাকে। এরপর ১টি করে কিক নেয়ার সুযোগ দিলে সেখানেও ১-১ গোলে সমতা থাকে। সবশেষে তৃতীয় বারের চেষ্টায় মর্নিংস্টার ক্লাব ১ ও বিআরজি একাদশ ০ হওয়ায় শেষ হাসি হাসে মর্নিংস্টার ক্লাব। মর্নিংস্টার ক্লাব ০(৬)-০(৫) গোলে বেলগাছি রেলগেট (বিআরজি) একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।  মর্নিংস্টার দলের খেলোয়াড়রা ছিলোন খোকন, সাইদুর, মিলন বিশ্বাস (অধিনায়ক), আ. মালেক (গোলরক্ষক), লিটন, মমিন, খোকা বাবু, কায়েস, চঞ্চল, ইমি (নাইজেরিয়ান), ইয়াহিয়া (সেনেগাল), বিপুল, মিশু, রিয়ান ও রাজু আহম্ম্দে সুমন। দলের কর্মকর্তা হিসেবে ছিলেন অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, তানজিলুর রহমান, হামিদুর রহমান সন্টু, অ্যাড. ফিরোজ, অ্যাড. তালিম, সালাউদ্দীন, জুবায়ের, হাবলু ও ডাবলু। জেলা দলের বাঘাবাঘা ফুটবলারদেরকে পরাস্থ টুর্নামেন্টর ফাইনালে উন্নীত হওয়ায় মর্নিংস্টার ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।