বিশ্বসেরা স্টেডিয়াম বানাচ্ছে রিয়াল মাদ্রিদ

মাথাভাঙ্গা মনিটর: সান্তিয়াগো বার্নাবেউকে বিশ্বসেরা স্টেডিয়ামে রূপান্তরের পরিকল্পনা করেছে রিয়াল মাদ্রিদ। এজন্য স্পেনের ক্লাবটি খরচ করবে প্রায় ৪০ কোটি ইউরো। স্টেডিয়ামটির উন্নয়নে জার্মানির নির্মাতা কোম্পানি জিএমপির নকশা মনোনীত হয়েছে। এ মরসুমের শেষেই উন্নয়নকাজ শুরু হবে। স্টেডিয়ামটির বাইরের নতুন একটি আবরণ ও গুটিয়ে ফেলা যায় এমন একটি ছাদ তৈরি করা হবে, যার কাজ শেষ হবে ২০১৭ সালের মধ্যে। গত শুক্রবার রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেনন্তিনো পেরেস বলেন, আমরা সান্তিয়াগো বার্নাবেউকে বিশ্বেরস্টেডিয়ামে পরিণত করতে চাই। আমরা মনে করি, এ প্রকল্পের মাধ্যমে আমাদের ভাবমূর্তি, ব্র্যান্ড আরো বাড়বে। স্পেনের গণমাধ্যমগুলোতে বলা হয়, প্রকল্পের অর্থায়ন হবে স্টেডিয়ামের নামসত্ত্ব ও রিয়াল সদস্যদের কাছে বন্ড বিক্রি করে। সান্তিয়াগো বার্নাবেউর দর্শক ধারণ ক্ষমতা বর্তমানে ৮৫ হাজার ৪৫৪। উন্নয়ন কাজের পর তা বাড়বে কিনা তা জানানো হয়নি।

বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও সম্প্রতি ৬০ কোটি ইউরো ব্যয়ে ক্যাম্প নউয়ের উন্নয়ন কাজের ঘোষণা দিয়েছে