বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর মেসি

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার জার্সি গায়েই সারাবিশ্বকে মুগ্ধ করছেন। তবে লিওনেল মেসির সবচেয়ে বড় স্বপ্ন-ব্রাজিলের মাটিতে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো। গত মঙ্গলবার প্যারাগুয়ের মাটিতে ৫-২ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর আবারও দলকে শিরোপা জেতাতে মরিয়া মেসি, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি আমি, আর্জেন্টিনার আমরা সবাই একই স্বপ্ন দেখি। কিন্তু এখনও অনেক পথ বাকি। আসুনসিয়নে ম্যাচ শেষে চারবারের বর্ষসেরা তারকা বললেন, গুরুত্বপূর্ণ ব্যাপার ছিলো যতো শিগগির সম্ভব বিশ্বকাপের জন্য চূড়ান্ত হওয়া। যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। কিন্তু এখানে খেলা কঠিন ছিলো। আমরা এভাবেই খেলে যেতে চাই এবং জয়ের ধারায় থাকতে চাই।

গুঞ্জন শোনা যাচ্ছে, শেষ দুটি ম্যাচে মেসিকে দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছে বার্সেলোনা। এধরনের খবর এখনও কানে যায়নি জানালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, আমি এরকম কোনো খবর জানি না। আর্জেন্টিনার হয়ে আমি সবসময় খেলতে চাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *