বিশ্বকাপের পঞ্চম দ্রুততম গোলে যুক্তরাষ্ট্রের জয়

 

মাথাভাঙ্গা মনিটর: ম্যাচের৩১ সেকেন্ডে গোল দিয়ে নতুন একটি রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের অধিনায়কক্লিন্ট ডেমসি। যা বিশ্বকাপের পঞ্চম দ্রুততম গোল। ‘জি’ গ্রুপের দ্বিতীয়ম্যাচে মুখোমুখি হয় ঘানা ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের এবারের আসরের পঞ্চমদিনের শেষ খেলায় মুখোমুখি হয়েছে ঘানা ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময়গতকাল মঙ্গলবার ভোর ‘জি’ গ্রুপের এ দু দলের খেলায় শুরুর মতো শেষটাও ছিলো নাটকীয়।কিকঅফ হওয়ার পর মাত্র তিন পাস হয়। খেলা শুরুর ৩১ সেকেন্ডে তৃতীয় পাসে অধিনায়কক্লিন্ট ডেমসি বল পেয়ে গোলমুখে শট নেন ডেমসি। বলটি ঘানার গোলরক্ষককে ফাঁকিদিয়ে জালে আশ্রয় নেয়। পিছিয়ে পড়ার পর আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েযুক্তরাষ্ট্রকে ব্যতিব্যস্ত করে তোলে ঘানা। ম্যাচের ৮২ মিনিটে আসামোয়ারসহায়তায় গোল করেন আন্দ্রে আইয়ু (১-১)। ৮৬ মিনিটে যুক্তরাষ্ট্রের জন ব্রুককর্নার কিকের বলে হেড দিয়ে জালে জড়ালে ২-১ গোলের জয় নিশ্চিত হয়যুক্তরাষ্ট্রের। তবে আক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিলঘানা।২০১০ এর কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়া ঘানা ২০০৬ সালে দ্বিতীয়রাউন্ডে বাদ পড়ে।

অন্যদিকে ১৯৩০ সালে সেমিফাইনালে উঠলেও ২০০২ সালের আগেবিশ্বকাপে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই যুক্তরাষ্ট্রের। ২০০২ বিশ্বকাপেকোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠে দলটি। ৪-৪-২ ফরমেটে খেলছে দলটি।