বিপর্যয়ের দায় নিলেন স্কলারি

জার্মানির কাছে সেমি-ফাইনালে ৭-১ গোলের লজ্জাজনক হারের সব দায় নিলেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি।

বিপর্যয়ের দায় হয়তো সবার। কিন্তু ট্যাকটিক্যাল লাইন-আপ, খেলার ধরণ নিয়ে সিদ্ধান্ত নেয়ায় নিজেকেই দায়ী করছেন ২০০২ সালে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই কোচ।

আমরা অসাধারণ এক দলের কাছে একটি ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে যখন ওদের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে এমনকি তারাও (জার্মানরা) জানে না কিভাবে এটা হল, পাঁচ শট, পাঁচ গোল ।স্কলারির দাবি, সেরা চেষ্টাই করেছিল তার শিষ্যরা। কিন্তু দুর্দান্ত জার্মান দলটির সঙ্গে পেরে উঠেনি দাভিদ লুইস, মাইকন, জুলিও সেজাররা।

ব্রাজিলের জনগণের প্রতি আমার বার্তা, এই খেলার জন্য আমাদের মাফ করবেন।আমি দুঃখিত যে আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। আমরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি জেতার চেষ্টা করবো।

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে সেমি-ফাইনালে পরাজিত দলের সঙ্গে শনিবার সেই ম্যাচে খেলবে ব্রাজিল।