বার্সেলোনার ছয় পরিচালকের পদত্যাগ

অনলাইন সংস্করণ: বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউরের সঙ্গে ঝামেলার জের ধরে একসঙ্গে পদত্যাগ করেছেন ক্লাবের ছয়জন পরিচালক। বৃহস্পতিবার একটি যৌথ স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন এই ছয়জন। স্প্যানিশ গণমাধ্যম সূত্রে এমনটি জানা যায়। পদত্যাগের কারণ হিসেবে সংকটকালীন ক্লাবের দুর্বল ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে তৈরি হওয়া ইস্যু এবং করোনাভাইরাসে সৃষ্টি হওয়া জরুরি অবস্থা পরবর্তী ক্লাবের অনিশ্চিত ভবিষ্যতের কথা বলা হয়েছে বিবৃতিতে। শিগগিরই ক্লাবে নতুন করে নির্বাচন ডাকারও আহ্বান জানিয়েছেন এই ছয় পরিচালক। ক্লাব সভাপতি বার্তোমেউ অবশ্য এর আগেই দুই সহ-সভাপতিসহ চার পরিচালককে পদত্যাগ করার কথা বলেছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়ে শেষ পর্যন্ত ছয়জন সরে দাঁড়ালেন। ক্লাবের ক্রীড়া পরিচালক এরিক আবিদাল দাবি করেছিলেন, আগের কোচ আর্নেস্তো ভালভার্দের সময় ফুটবলারদের অনেকে মাঠে শতভাগ দেননি। এরপর সাবেক সতীর্থ আবিদালের কড়া সমালোচনা করেন মেসি। পরে তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন ক্লাব সভাপতি বার্তোমেউ। বর্তমানে সারা বিশ্বে করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। সঙ্কটকালীন এই সময়ে খেলোয়াড়দের বেতন কাটা নিয়েও গুঞ্জন রটে। তবে খেলোয়াড়রা স্বেচ্ছায় ৭০ শতাংশ বেতন কম নিতে রাজি হন। হয়তো এ সব কঙ্কটের কারণেই পদত্যাগ করেছেন ছয় পরিচালক।