বার্সেলোনার চেয়ে রোনালদোর গোল বেশি!

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্টিয়ানো রোনালদো না লিওনেল মেসি, কে সেরা? এ নিয়ে তর্ক-বিতর্ক অনেক দিন ধরেই চলে আসছে। তবে একটি বিষয়ে মেসির পুরো বার্সেলোনার চেয়ে এগিয়ে আছেন রোনালদো। এবারের চ্যাম্পিয়নস লিগে রোনালদোর সমান গোলও করতে পারেনি বার্সেলোনা। রোনালদো যেখানে ১২ গোল করে চ্যাম্পিয়নস লিগের গোলদাতার শীর্ষে আছেন, সেখানে বার্সেলোনার মোট গোল মাত্র ১০টি। দলের সর্বোচ্চ গোলদাতা? অবশ্যই মেসি। চার গোল করে দলকে টেনে নিচ্ছেন প্রাণভোমরা। দ্বিতীয় সর্বোচ্চ তিন গোল? সেটাও এসেছে আত্মঘাতীর সুবাদে! ভ্রু কোঁচকানোর মতো এক পরিসংখ্যান।

লা লিগায় বীরদর্পে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিগে মোট ৭২ গোল করা বার্সার শিরোপা জয় করা এখন সময়ের ব্যাপার মাত্র। অথচ সে দলটিই কিনা চ্যাম্পিয়নস লিগে ভুগছে গোলখরায়! সাত ম্যাচে ১০ গোল করে অপরাজিত দলটি, খুব একটা বাজে অবস্থা বলা যাবে না। কিন্তু দলটির নাম যখন বার্সেলোনা, যাদের আক্রমণভাগে আছেন মেসি ও সুয়ারেজ, তাদের জন্য ১০ গোল তো কমই। তার ওপর আবার দুই ম্যাচে গোলমুখই খুলতে পারেননি। তাই গোল পাওয়ার জন্য আজ বার্সেলোনা কৌশল বদলাতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।