বার্সার স্কুলে মেসি-পিকে-সুয়ারেজের ছেলে

মাথাভাঙ্গা মনিটর: টাইম মেশিনে চড়ে চলুন এক লাফে ২০৩৫ সালে চলে যাই। ইউরোপের ফুটবলে তখন কী হচ্ছে জানেন? বার্সেলোনা আরও একবার ট্রেবল জিতেছে। ক্লাবের দু ফরোয়ার্ড থিয়াগো মেসি আর বেঞ্জামিন সুয়ারেজ মিলে করেছেন ১০০ গোল! অধিনায়কের জার্সি গায়ে রক্ষণভাগে দুর্দান্ত একটা মরসুম কেটেছে মিলান পিকের।

কল্পকাহিনি মনে হচ্ছে? আসলেই তাই। তবে সেই কল্পকাহিনি যে একদিন সত্যি হবে না, তা কে বলতে পারে! অন্তত সত্যি হওয়ার প্রথম ধাপটা গত পরশু ঘটে গেছে বার্সেলোনায়। বার্সেলোনার স্কুল এফসিবি এসকোলায় যোগ দিয়ে প্রথম দিনের অনুশীলন করেছে লিওনেল মেসির ছেলে থিয়াগো আর লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিন ও জেরার্ড পিকের ছেলে মিলান! বার্সেলোনার ফুটবলপ্রধান এ শিক্ষাপ্রতিষ্ঠানে চার বছর বয়সের আগে যোগ দেয়া যায় না। এখান থেকেই পরে ক্ষুদে ফুটবলারদের উত্তরণ হয়ে বার্সার যুব একাডেমি লা মাসিয়াতে। থিয়াগো, বেঞ্জামিন ও মিলান-তিনজনেরই বয়স চার পেরিয়ে গেছে। নিজের ক্লাবের স্কুলে তাই ছেলেদের ভর্তি করিয়ে দিতে দেরি করেননি তাদের বিখ্যাত বাবারা। প্রথম দিন তিন খুদে ফুটবলার অনুশীলনও করেছে একসঙ্গেই।

তিনজনের একসঙ্গে অনুশীলনের ছবি দেখতে ইচ্ছে করছে? তিন বিখ্যাত বাবার সন্তান বলেই সংবাদমাধ্যমেরও তুমুল আগ্রহ ছিলো তাদের নিয়ে। তবে বার্সেলোনা কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্ত করে রেখেছিলো। কোনো আলোকচিত্রীই তাই পারেননি তিনজনের একসঙ্গে বা আলাদা ছবি তুলতে।