বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হলেন অস্ট্রেলিয়ার রাইট

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ার ড্যামিয়েন রাইট। নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুবাদের দায়িত্ব পালন করবেন রাইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।

জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া দল তাসমানিয়া, ভিক্টোরিয়া এবং ইংল্যান্ডের কাউন্টি ক্লাব গ্লামারগান, নর্দাম্পটনশায়ার, সমারসেট, সাসেক্স, ওরচেষ্টাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৩টি ম্যাচ খেলেছেন রাইট। ব্যাট হাতে ৩৮২৪ রান ও বল হাতে ৪০৬ উইকেট নেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে ৪১ বছর বয়সী রাইটের।

২০১১ সালে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন রাইট। নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর কোচিং ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছেন রাইট। অস্ট্রেলিয়ার ক্লাব হোবার্ট হারিকেন্সের প্রধান কোচ, ক্রিকেট তাসমানিয়ার জেষ্ঠ সহকারী কোচ, ক্রিকেট ভিক্টোরিয়ার বোলিং কোচ ও বিগ ব্যাশ টি-২০ দল মেলবোর্ন স্টার্সের সহকারী বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

জুনের শেষ সপ্তাহে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই সিরিজ দিয়েই বাংলাদেশের হয়ে নিজের মিশন শুরু করবেন রাইট।