বাংলাদেশের প্রশংসা : অস্ট্রেলিয়ার না আসারটা ছিলো হতাশার

স্টাফ রিপোর্টার: নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। কিন্তু সব শঙ্কা কাটিয়ে গত রোববার যুব বিশ্বকাপ ভালোভাবেই শেষ হয়েছে। রোমাঞ্চকর ফাইনাল দেখেছে গোটা বিশ্ব। পেয়েছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। দারুণ সফল এই যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছে আইসিসি। গতকাল সোমবার বিশ্বকাপ পরবর্তী সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, এতো বড় একটি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার না আসারটা ছিলো হতাশার। তাদের পরিবর্তে আমরা আয়ারল্যান্ডকে খেলিয়ে সঠিক কাজটিই করেছি। কোনো আসরে খেলা না খেলা একটি দেশের নিজস্ব ব্যাপার। আমরা অজিদের সিদ্ধান্তকে সমর্থন জানাই। তবে এতটুকু বলতে পারি তারা না আসলেও টুর্নামেন্ট সফল হয়েছে।
তিনি আরও বলেন, আশাকরি ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া অংশগ্রহণ করবে। এদিকে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটি সুষ্ঠুভাবে শেষ হওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাস।