বাংলাদেশের অনুপ্রেরণা সর্বশেষ সিরিজ

স্টাফ রিপোর্টার: টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। তবে গত বছর সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কানদের সাথে ভালোই লড়াই করেছিলো বাংলাদেশ। আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ওই সিরিজই মুশফিকুর রহিম ও তার সতীর্থদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। গতকাল রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিক বলেন, গত বছর আমরা শ্রীলঙ্কা সফরে ভালো খেলেছিলাম। যদিও দ্বিতীয় টেস্টে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় সিরিজ হারতে হয়েছিল। এবার আমরা প্রস্তুত, নিজেদের খেলাটা খেলতে পারলে আশা করি খুব আকর্ষণীয় সিরিজ হবে। ব্যাটসম্যানরা রানে থাকায় ব্যাটিং নিয়ে নির্ভার অধিনায়ক। স্পিন বোলিং নিয়েও দুর্ভাবনা নেই। তবে পেসারদের কাছ থেকে আরো ভালো পারফরম্যান্সের প্রত্যাশা তার। টেস্টে ভালো করতে হলে পেসারদের উইকেট নিতেই হবে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপের মধ্যে রাখতে হবে, উইকেট ফেলার সুযোগ তৈরি করতে হবে। শ্রীলঙ্কার কাছে আগের ১৪ টেস্টের ১৩টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৭টি হার ছিলো ইনিংস ব্যবধানে। তবে গত বছর গল টেস্টে ড্র করা আর সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ধারাবাহিকভাবে ভালো খেলা ব্যর্থতার বৃত্ত ভাঙার স্বপ্ন দেখাচ্ছে মুশফিককে। জেতার মানসিকতা এমনিতে তৈরি হয়নি। জেতার সামর্থ্য আমাদের রয়েছে। দলে এখন অনেক পারফর্মার। তারা ভালো খেললে যে কোনো কিছুই সম্ভব।
আজ সোমবার টেস্ট অভিষেক হতে পারে উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানের। দু পেসার রবিউল ইসলাম ও রুবেল হোসেনের ওপর আরো একবার আস্থা রাখছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন অফস্পিনার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সফরে আগের চার টেস্টে সহজ জয় পেয়েছিলো শ্রীলঙ্কা। সেই ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি সিরিজ জয়ের প্রত্যাশা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের। পেসারদের কাছে বাড়তি প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ওরা কঠোর পরিশ্রম করেছে। সেখানে ওরা খুব ভালো বল করেছে। আশা করি এখানেও সাফল্য পাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *