বাংলাদেশকে টপকে যাচ্ছে জিম্বাবুয়ে

মাথাভাঙ্গা মনিটর: প্রায় পাঁচ বছর পর টেস্ট ৱ্যাঙ্কিঙে ফিরছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে তাদের দুটি টেস্টের ফল যাই হোক না কেন, সিরিজ শেষে বাংলাদেশকে নিচে ঠেলে নবম স্থানে উঠে আসবে তারা। হারারেতে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। ২০০৭ সালের মে মাসে সর্বশেষ ৱ্যাঙ্কিঙের নবম স্থানে ছিলো দলটি। মাঝে ছয় বছরের জন্য টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে যায় তারা। এরপর ২০১১ সালের আগস্টে প্রত্যাবর্তন টেস্টে বাংলাদেশের বিপক্ষে জিতে বাজিমাত করে এক সময়ের প্রতিশ্রুতিশীল দলটি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কমপক্ষে আটটি টেস্ট না খেলার কারণে এতোদিন ৱ্যাঙ্কিঙে জায়গা হয়নি তাদের। আর এবার বাংলাদেশকে সরিয়েই হারানো স্থান ফিরে পাচ্ছে তারা। বর্তমানের টেস্ট ৱ্যাঙ্কিঙে বাংলাদেশের রেটিং পয়েন্ট মাত্র ১০। সুতরাং পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফলাফল যায় হোক না কেন, সাকিব-মুশফিকদের চেয়ে তাদের পয়েন্ট বেশিই হবে। জিম্বাবুয়ের সামনে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ আছে আরো। পাকিস্তানকে যদি তারা ২-০ তে হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ৪৭, ১-০ ব্যবধানে হারালে তা হবে ৪৩। তাছাড়া সিরিজটি যদি তারা ০-০ বা ১-১এ ড্রও করে তবে তাদের রেটিং পয়েন্ট হবে ৩৪।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *