বসনিয়াকে হারিয়ে টিকে রইলো নাইজেরিয়া

মাথাভাঙ্গা মনিটর: আগের ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরেদ্বিতীয় রাউন্ডে উঠার স্বপ্ন ফিকে হয়েগিয়েছিলো বসনিয়া হারজে গভেনিয়ার।নকআউট পর্বের টিকেট পেতে জয় ভিন্ন কোনো পথ খোলা ছিলো প্রথম ম্যাচে ইরানেরকাছে পয়েন্ট খোয়ানো নাইজেরিয়ারও। এমন ম্যাচে বসনিয়ার সাথে ১-০ গোলের জয়েদ্বিতীয় রাউন্ডের পথে সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া। ম্যাচের ২৯ মিনিটে গোলকরে আফ্রিকান দেশটিকে এগিয়ে নেন পিটার ওদেমউইঙ্গি। ভোর ৪টায় কুইয়াবায়অ্যারিনা প্যান্তানাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধের ওই গোলেইভাগ্য নির্ধারিত হয় নাইজেরিয়ান। গ্রুপ ‘এফ’ থেকে টানা দু জয়ে দ্বিতীয়রাউন্ড নিশ্চিত করেছে আসরের অন্যতম ফেবারিট দুবারের বিশ্বচ্যাম্পিয়নআর্জেন্টিনা। এ গ্রুপে দু ম্যাচে নাইজেরিয়ান সংগ্রহ ৪।

‘এফ’ গ্রুপে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই জমে উঠেছে। এগ্রুপে আছে আর্জেন্টিনা,নাইজেরিয়া,ইরান ও বসনিয়া। আর্জেন্টিনা দু ম্যাচশেষেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর বসনিয়ার বিদায় ঘণ্টা ইতোমধ্যেবেজে গেছে। দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইটা এখন নাইজেরিয়া ও ইরানের মধ্যে। দুদলেরই সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাউন্ডে ওঠার। শুধু তাই নয়, নাটকীয় কিছুদেখতে পারে এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনারমুখোমুখি হবে নাইজেরিয়া। আর ইরান লড়বে বসনিয়ার বিপক্ষে। নাইজেরিয়াকে যদিআর্জেন্টিনা ১-০ ব্যবধানে আর বসনিয়াকে একই ব্যবধানে ইরান হারায় তাহলে ঘটবেনাটকীয় ঘটনা। এক্ষত্রে নাইজেরিয়া ও ইরানের পয়েন্ট, গোল ব্যবধান ও হেড টুহেড লড়াই থাকবে সমান সমীকরণে। তাই দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ফিফানাইজেরিয়া ও ইরানের ভাগ্য নির্ধারণ করবে মুদ্রা নিক্ষেপ করে। ভাগ্যইনির্ধারণ করে দিবে-কে দ্বিতীয় রাউন্ডে উঠবে। কারণ,ইরান ও নাইজেরিয়ারমধ্যকার প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিলো। এক্ষেত্রে হেড টু হেড লড়াইয়ে কেউএগিয়ে নেই। আর দ্বিতীয় ম্যাচে ইরান আর্জেন্টিনার কাছে ১-০ গোলে এবং বসনিয়াএকই ব্যবধানে হেরেছে নাইজেরিয়ার কাছে। এখন সামনের ম্যাচে যদি নাইজেরিয়া১-০ ব্যবধানে হারে আর ইরান ১-০ ব্যবধান জেতে তাহলে ইরান ও নাইজেরিয়ারপয়েন্ট হবে সমান৪। গোল ব্যবধানও হবে শূন্য। তাই বাধ্য হয়ে ফিফাকে মুদ্রানিক্ষেপের মতো পদ্ধতির আশ্রয় নিতে হবে। বিশ্বকাপের ইতিহাসে এমন মুদ্রানিক্ষেপের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের দল নির্বাচন হয়েছে মাত্র একবার।১৯৯০’র ইতালি বিশ্বকাপে এমনটা হয়েছিলো আয়ারল্যান্ড ও হল্যান্ডের মধ্যে।সেবার ভাগ্য কথা বলেছিলো আয়ারল্যান্ডের পক্ষে।