ফিফা কংগ্রেসে বোমা আতঙ্ক

মাথাভাঙ্গা মনিটর: সুইজারল্যান্ডের জুরিখের ফিফা সদর দফতরে বোমা পেতে রাখা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সুইজারল্যান্ডের জুরিখে চলছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ফিফার ৬৫তম বার্ষিক কংগ্রেসে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার পর থেকেই এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জার্মানির একটি মিডিয়া প্রথম জুরিখ পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে যে জুরিখে ফিফার কংগ্রেস যেখানে চলছে সেখানে বোমা পেতে রাখা হয়েছে। যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। যদিও এই বিষয়ে তারা বিস্তারিত কিছু উল্লেখ করেনি।

ব্রিটিশি মিডিয়াগুলোর দেওয়া সংবাদানুযায়ী, জুরিখ পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। এবং সত্যি কোথাও বোমা রাখা আছে কিনা তা পরীক্ষা করে দেখছে। তবে ফিফা কংগ্রেস যথারীতি চলছে। প্রসঙ্গত, গত একটি বছরে ফিফার বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ পেশ ও নতুন সদস্য গ্রহণ, পুরোনো কোনো সদস্যকে বহিষ্কার ইত্যাদির নানান ঘটনার পাশাপাশি এ কংগ্রেসে আগামী ৪ বছরের জন্য ফিফা সভাপতি নির্বাচনে সদস্য ২০৯টি দেশ ভোটাভুটিতে অংশ নিবে।