ফিঞ্চের ঝড়ো ব্যাটিঙে অজিদের সিরিজ জয়

 

মাথাভাঙ্গা মনিটর: অ্যারন ফিঞ্জের ঝড়ো ব্যাটিঙে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। গত বুধবার রাতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে ওয়ার্নার বাহিনী। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২১২ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের পক্ষে ওপেনার ডি সিলভা ৭২ এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস ৪০ রান করেন। অজিদের হয়ে হাস্টিং ৬ উইকেট লাভ করেন। টি২০’র এ যুগে ২১২ রান ৫০ ওভারে করা কোনো ব্যাপারই না। তাই করে দেখালেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তোলেন ওয়ার্নার ও ফিঞ্চ। ওয়ার্নার ১৯ রানে আউট হলেও ফিঞ্চ লংকান বোলারদের ওপর তাণ্ডব চালান। তিনি মাত্র ১৯ বলে ৫৫ রান করেন।

বাকি কাজটা সারেন জর্জ বেইলি এবং ত্রাভিস হেড। বেইলি ৯০ রানে অপরাজিত থাকেন। হেড করেন ৪০ রান। মাত্র ৩১ ওভারেই ২১৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এ জয়ে ৫ ম্যাচের সিরিজ ১ ম্যাচ বাকি থাকতেই ৩-১ এ জিতে নিল অস্ট্রেলিয়া।