প্রথম ম্যাচে জিম্বাবুয়ের জয়

মাথাভাঙ্গা মনিটর: টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে জিম্বাবুয়ে। গতকাল মঙ্গলবার নাগপুরে হংকংকে ১৪ রানে হারায় তারা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিঙের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে আটকে যায় হংকং। ফলে ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।
হংকংয়ের হয়ে একাই লড়াই করে ওপেনার জেমি অ্যাটকিনসন। ১৭তম ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন তিনি। তানভীর আফজাল ১৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মার্ক চাপম্যান ১৭ বলে ১৯ ও অংসুমান রাথ ৭ বলে করেন ১৩ রান। জিম্বাবুয়ের হয়ে টেন্ডাই চাতারা ও ডোনাল্ড তিরিপানো দুটি উইকেট নেন। ১টি করে উইকেট পান ওয়েলিংটন মাসাকাদজা ও সিকান্দার রাজা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভুসি সিবান্দার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির সুবাদে আগে ব্যাটিঙে নেমে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে জিম্বাবুয়ে।