প্রথম ম্যাচেই আলো ছড়ালেন সাকিব

মাথাভাঙ্গা মনিটর: ব্যাট হাতে যখন নামলেন, সাকিব আল হাসান সম্পর্কে কৌতূহল দেখা গেল ধারাভাষ্য কক্ষে। ডাগআউটে বসা অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ সরাসরি যুক্ত হলেন ভাষ্যকারদের সাথে। সাকিব কেমন খেলোয়াড় এসব প্রশ্নের উত্তর দিতে হচ্ছিলো কোচকে। কিন্তু আসল উত্তর সাকিবই দিলেন, ২২ গজের উইকেটে। গতকাল অ্যাডিলেড ওভালে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩০ বলে ৪৬ রানের ইনিংসটি দিয়ে সাকিব যেন দর্শকদের উদ্দেশে বললেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া।’ শুধু ব্যাট হাতে নয়, এদিন বল হাতেও আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান করার পর বল হাতেও দলের সেরা বোলার। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট। কিন্তু দুর্ভাগ্য, অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্যের পরও জিততে পারেনি তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। সিডনি সিক্সার্সের বিপক্ষে হারতে হয়েছে ৬ উইকেটে। পরাজয় দিয়ে শুরু হলেও ব্যাটে-বলে রঙিন শুরুই হলো সাকিবের। সাকিবের দলের পরের ম্যাচ ৯ জানুয়ারি, মেলবোর্ন স্টারসের বিপক্ষে।