প্রথম বাঁশিতে ফুঁ এশিয়ারই রেফারির

মাথাভাঙ্গা মনিটর: সাও পাওলোতে বিশ্বকাপ-বোধনের লড়াইয়ে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এম্যাচে থাকছে এশিয়ারও অংশগ্রহণ। উদ্বোধনী ম্যাচের রেফারি যে জাপানের! এদিকদিয়ে এশিয়াবাসী গর্ব করতেই পারে। জাপানি রেফারির নামটি অবশ্য ব্রাজিলসমর্থকদের চেনা। কারণ,ইউয়ুচি নিশিমোরা ২০১০ বিশ্বকাপে ব্রাজিল-হল্যান্ডকোয়ার্টার ফাইনালে লালকার্ড দেখিয়েছিলেন ফিলিপ মেলোকে।ম্যাচটিতে ২-১ গোলে হেরেছিলো ব্রাজিল। পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলাবে স্টেডিয়ামের গ্যালারির রঙ সেদিন হয়ে গিয়েছিলো কমলা। ৭৩ মিনিটে লালকার্ড দেখে দুঃস্বপ্নের এক ম্যাচ সঙ্গী করে  ফিরতে হয়েছিলো মেলোকে। আরিয়েনরোবেনকে দুবার লাথি মেরে তারপর পা মাড়িয়েছিলেন। নিশিমোরার চোখে কিছুইএড়ায়নি। নগদেই শাস্তি দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।