প্রথমবার বিশ্বকাপে আফগানিস্তান

মাথাভাঙ্গা মনিটর: ২০১১ বিশ্বকাপের খুব কাছ থেকে ফিরতে হয়েছিলো আফগানিস্তানকে। কিন্তু এবার আর পেছনে ফিরে তাকাতে হলো না এ বছরের শুরুতে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করা দলকে। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে দুবছরেরও বেশি সময় লড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের নাম লিখে ইতিহাস গড়লো আফগানরা। গতকাল শুক্রবার লিগের শেষ ম্যাচে কেনিয়ার বিপক্ষে সাত উইকেটে জিতেছে আফগানিস্তান। ১৯ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ডের সাথে বাছাই পর্বের দ্বিতীয় দল হয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বসেরাদের সাথে লড়বে তারা।

কেনিয়া: ৯৩/১০ (৪৩.৩ ওভার), আফগানিস্তান: ৯৬/৩ (২০.৫ ওভার), ফল: আফগানিস্তান জয়ী সাত উইকেটেগত ম্যাচে এ কেনিয়াকে ৮৯ রানে গুটিয়ে দিয়ে আট উইকেটে জিতেছিলো আফগানিস্তান।