প্রতিযোগিতা ছেলেমেয়েদের সৃজনশীল ও সাহসী করে গড়ে তোলে

দর্শনা পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণকালে এমপি টগর

 

দর্শনা অফিস: দর্শনা পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মেধাবী মুখ সৃষ্টির ক্ষেত্রে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতা একদিকে যেমন সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, অন্যদিকে বৃদ্ধি করে সাহস, সহনশীলতা ও গড়ে তোলে সুনাগরিক হিসেবে। তাই লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদেরকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান এ প্রজন্ম যাতে প্রগতিশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সে ব্যপারে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। আজকের ছেলে-মেয়েরাই একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে উজ্জ্বল করবে এ দেশের মুখ। সর্বক্ষেত্রে বেশি বেশি করে খেলাধুলাসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। মনে রাখতে হবে একমাত্র মেধাবী প্রজন্মই পারে দেশ জাতি ও বিশ্বকে বদলে দিতে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কিবরিয়া আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, শফিকুল আলম, ফারুক আহম্মেদ, জালাল উদ্দিন মাস্টার, শিক্ষক নেতা হারুন অর রশিদ জুয়েল, যুবলীগ নেতা মতিউর রহমান মতি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি আলী আজগার টগর।