পেছাবে না ফুটবল লিগ

স্টাফ রিপোর্টার: দুটি ক্লাব পেছানোর অনুরোধ করলেও শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফু)ফে পেশাদার লিগ কমিটির কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ফুটবল লিগ পেছানো হবে না। ২৭ ডিসেম্বর থেকেই লিগ শুরু হচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লিগ পেছানোর অনুরোধ করে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, বেশিরভাগ ক্লাবই দ্রুত লিগ শুরুর পক্ষে। কারণ ক্যাম্পের ব্যয় বহন করতে হচ্ছে তাদের। লিগ পিছিয়ে দিলে ক্লাবগুলোর কিছুটা সমস্যা হবে। তাই আমরা নির্ধারিত সময়েই লিগ শুরু করার সিদ্ধান্ত নেই।
সভায় সিদ্ধান্ত হয়েছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন একটি করে ম্যাচ হবে। অবশ্য এর আগের সভায় দুটি ভেন্যুতে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। বাফুফে এখন এ সিদ্ধান্ত থেকে সেরে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে। এদিকে পেশাদার লিগের ভেন্যু বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাফুফে। তাই গাজীপুর ও মানিকগঞ্জ  স্টেডিয়াম বাফুফের অর্থে সংস্কার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।