পূজারা-রাহানের জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ভারত

মাথাভাঙ্গা মনিটর: চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিলো সফরকারী ভারত। দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারার ১২৮ ও রাহানের ১০৩ রানের সুবাদে টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৪৪ রান করেছে টিম ইন্ডিয়া। টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে পর পর দুই ম্যাচের প্রথম দিনেই ৩ শতাধিক রান করল ভারত। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা ঝড়ো গতিতেই করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৮ দশমিক ৪ ওভারে দলের স্কোর ৫০ এ নিয়ে যান তারা। এরপর ডিআরএসের ফাঁদে পড়ে বিদায় নেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯০ রান করা ধাওয়ান। ৫টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৩৫ রান করেন তিনি। দলীয় ৫৬ রানে ধাওয়ান ফিরে যাবার পর উইকেটে রাহানের সঙ্গী হন পূজারা। দু জনে শক্ত হাতে হাল ধরে দলীয় স্কোর তিন অংকে নিয়ে যান। এরই মাঝে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রাহুল। টেস্ট ক্যারিয়ারে এটি তার অষ্টম হাফ-সেঞ্চুরি। তবে টানা ষষ্ঠ হাফ-সেঞ্চুরি। ভারতের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ষষ্ঠ হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগে এমন কীর্তি গড়েছিলেন ভারতের গুন্ডাপ্পা বিশ্বনাথ ও সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। বিশ্বনাথ ১৯৭৭/৭৮ এবং দ্রাবিড় ১৯৯৭/৯৮ মরসুমে এ রেকর্ড গড়েছিলেন।