পাকিস্তানের নাটকীয় জয়

 

আজহার আলীর ট্রিপল সেঞ্চুরি, ইয়াসির শাহর ৫ উইকেট এবং দেবেন্দ্র বিশুর ৮ উইকেট। প্রথম তিন ইনিংসেই ম্যাচ নাটকীয় হয়ে উঠেছিলো দুবাই টেস্ট। আর গতকাল শেষ দিনে, শেষ ইনিংসে এসে মহানটকীয় করে তুললেন ড্যারেন ব্র্যাভো। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দুলছিলো পেন্ডুলামের মতো। শেষ পর্যন্ত ব্র্যাভোর ব্যাটে উইন্ডিজ জয় দেখতে পাচ্ছিলো। কিন্তু শেষ বেলায় দুই রান আউট আর ক্যারিবিয়দের হঠাৎ পতনে শেষ হয়ে গেলো দুবাই টেস্ট। শেষ দিন, শেষ সময়ে এসে পাকিস্তান পেলো ৫৬ রানের জয়। প্রথম ইনিংসে পাকিস্তান ৩ উইকেটে ৫৭৯ রান করে ইনিংস ঘোষনা করেছিলো। জবাবে ৩৫৭ রানে অলআউট হয় উইন্ডিজ। আবার দ্বিতীয় ইনিংসে নেমে বিশুর ঘূর্নি বলে পাকিস্তান অলআউট ১২৩ রানে। তারপরও ক্যারিবিয়দের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিলো ৩৪৬ রান। ব্র্যাভোর সেঞ্চুরিতে ভর করে এই ম্যাচও জয়ের স্বপ্ন দেখছিলো ওয়েস্ট ইন্ডিজ। স্বপ্নটা নাগলেই ছিলো। কিন্তু ব্র্যাভো আউট হলেন ১১৬ রান করে। তারপরও শেষ দিকে এসে জেসন হোল্ডার ১২৭ বলে ৪০ রান করে ড্র করার চেষ্টায় ছিলেন। কিন্তু শেষ দুই ব্যাটসম্যান রানআউট হয়ে সে চেষ্টা বিফল করলেন।