পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ হকিদল

মাথাভাঙ্গা মনিটর: এশিয়া কাপের মূল লড়াইয়ে আগে মালয়েশিয়ার মাটিতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো তারা। কিন্তু ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে নাভিদ আলম শিষ্যরা। ২৫ আগস্ট ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে হবে মূল লড়াই।

গত বুধবার মালয়েশিয়ায় পৌঁছেছিলো বাংলাদেশ। এরপর হালকা বিশ্রাম শেষে পরদিনই মাঠে নেমেছে তারা। ক্লান্তির ছাপ ছিলো জিমি-চয়নদের মধ্যে। জাতীয় হকি দলের নির্বাচক রফিকুল ইসলাম, ‘মালয়েশিয়ায় পৌঁছুতে ছয় ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে দলকে। এর ক্লান্তি তারা কাটিয়ে উঠতে পেরেছিলো না। এ হার দিয়েই তাই দলের পারফরমেন্স বিচার করা উচিত নয়। এই হার তেমন কিছু নয়। আজ শুক্রবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজলান শাহ স্টেডিয়ামে তারা লড়বে চাইনিজ তাইপেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *