নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সাথেও ড্র!

মাথাভাঙ্গা মনিটর: গ্রুপের শেষ ম্যাচে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় দল। ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে মামুনুলরা। এরআগে গ্রুপ পর্বে মালয়েশিয়ার একটি ক্লাব দলের কাছে হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করে মান রক্ষা করে স্বাগতিক জাতীয় দল। অবশ্য সেমির টিকেট আগেই নিশ্চিত হওয়ায় ফুরফুরে মেজাজে ছিল দু দলই। তবে লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে থাকে স্বাগতিক বাংলাদেশ আর সফরকারী নেপাল অনূর্ধ্ব-২৩ দল। তবে, প্রথমার্ধ শেষে কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি।
বিরতির পরেও কোনো গোল হয়নি। ফলে ড্র হওয়ায় গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠলো। বঙ্গবন্ধু গোল্ডকাপের চলতি আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমির সুসংবাদ পায় বাংলাদেশ ও নেপাল। মালয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও আসর থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা।