নেপালের কাছে ১ গোলে হারলো বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: এশিয়ানগেমসের শেষ প্রস্তুতি ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ। সিলেটস্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল করে জয়ী হয়নেপাল। সিলেট স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৫টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেওনির্ধারিত সময়ের এক ঘন্টা পর খেলা শুরু হয়। দর্শকদের বাধ ভাঙা জোয়ারেরকারনে নিরাপত্তা বিঘ্নিত হয়। ম্যাচ শুরুর আগে ২০ টাকার টিকেট ২৫০ টাকাদিয়েও পায়নি দর্শকরা।

সিলেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজার। কিন্তুম্যাচ শুরু হবার আগেই স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম গেট খুলে মাঠে আরও ২৫হাজার দর্শক ঢুকে যায়। দ্বিগুণ দর্শকের ভীড়ে স্টেডিয়ামের গ্যালারিতে তিলধারনের ঠাই ছিলো না। প্রায় দশ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনকরায় দর্শকদের চাপ সামলাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।উচ্ছৃংখলদর্শকদের অনেকেই টিকিট না পেয়ে দেয়াল টপকে স্টেডিয়ামে প্রবেশ করলে নেপালদল খেলতে অপারগতা প্রকাশ করে। পরে খেলা শুরু হলে প্রথমার্ধে কোনো দলই গোলেরদেখা পায়নি। হাজার হাজার দর্শকের উৎসাহে কোন কাজ হয়নি। চরম উত্তেজনাপূর্ণম্যাচটির প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়।

প্রথমার্ধের ৩ মিনিটে নেপালিরাপ্রথম আক্রমণ চালায়। ডিফেন্ডারদের কারণে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ১৬মিনিটে রানার ক্রস থেকে গোল করার সুযোগ তৈরি করেন ওয়াহেদ। কিন্তুবলতালুবন্দি করেন নেপালের গোলরক্ষক। ৩১ মিনিটে ডি বক্সের ৩০ গজ দূর থেকে শটনেন প্রথম ম্যাচে গোল করা সোহেল রানা। কিন্তু নেপালির দীর্ঘকায়ী গোলরক্ষকআলান নেপুয়ান বাদিকে ঝাপিয়ে পড়ে সফরকারীদের নিশ্চিত গোল হজমের থেকে বাঁচিয়েদেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে মিড ফিল্ডার সুশীলের গোলে এগিয়ে যায় নেপাল।পরে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ দল। এক পর্যায়ে বিফলমনোরথে হতাশ হয়ে মাঠ ছেড়ে যান দর্শকরা।গত ২৬ আগস্ট প্রথম প্রস্তুতি ম্যাচেনেপালকে ১-০ গোলে পরাজিত করেছিলো বাংলাদেশ দশ।