নেতৃত্বে রুশনারা আলীসহ ছয় ব্রিটিশ এমপি আসছেন আজ

মাথাভাঙ্গা মনিটর: ব্রিটিশ পার্লামেন্টের ছয়জন এমপি আজ বুধবার বাংলাদেশে আসছেন। লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এই ব্রিটিশ পার্লামেন্টারী দলের নেতৃত্ব দেবেন। তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী। পাকিস্তানী বংশোদ্ভূত লেবার পার্টির এমপি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান বিষয়ক ছায়ামন্ত্রী শাবানা মাহমুদও এই প্রতিনিধি দলে রয়েছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। প্রতিনিধি দলে সদস্য হিসেবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিও রয়েছে। সফরকারী ব্রিটিশ এমপিগণ অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্য। বাংলাদেশে সপ্তাহব্যাপী সফরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, গ্রামীণব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও ও বেসরকারি খাতের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। বাংলাদেশের কয়েকটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন ও শ্রমিকদের কর্ম পরিবেশ দেখবেন তারা। রাজনৈতিক ইস্যুও তাদের আলোচনায় স্থান পেতে পারে বলে সূত্রটি জানায়। ব্রিটিশ এমপিগণ ঢাকার বাইরেও যেতে পারেন। রুশনারা আলী ২০১০ সালের মে মাসে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন ও বো এলাকা থেকে লেবারপার্টির এমপি নির্বাচিত হন। এর পর থেকে ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে শাবানা মাহমুদ এমপি বার্মিংহামের লেডিউড থেকে নির্বাচিত হয়ে ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *