নেইমারের পর বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ডি মারিয়া

 

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলীয়গোলমেশিন নেইমারের পর আর তারকাকে হারালো বিশ্বকাপ৷ চোটের জন্য বিশ্বকাপথেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার অন্যতম তারকা খেলোয়াড় ডি মারিয়া। বেলজিয়ামকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা আর্জেন্টিনারজন্য এটা দুঃসংবাদ। গত শনিবার কোয়ার্টার ফাইনালে উরুতে গুরুতর চোট পাওয়ারপর তার উইঙ্গারের এজেন্ট এমন দাবি করলেও সরকারিভাবে এখনও কিছু জানানোহয়নি।

গত শনিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় হিগুয়েনের একমাত্রগোলে বেলজিয়ামকে ১-০ হারিয়ে ১৯৯০’র পর বিশ্বকাপের শেষ চারে পৌঁছায়আর্জেন্টিনা। আর এদিন সাবেয়ার দলে ২৬ বছর বয়সি এ উইঙ্গার বিশ্বকাপেদুর্দান্ত ফর্মে ছিলেন। ফলে সেমিফাইনালে ডি.মারিয়াকে না-পাওয়া বড় ক্ষতিআর্জেন্টিনার। আগামী বুধবার সাও পাওলোয় দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডেসেরমুখোমুখি হবেন মেসিরা। গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ম্যাচেগুরুতর চোট পেয়ে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নেইমার। বেলজিয়ামের বিরুদ্ধে উরুতে চোট পেয়ে মাত্র ৩৩ মিনিটে মাঠ ছাড়েনডি. মারিয়া। তার ডান উরুর মাসল ছিঁড়ে গেছে বলে জানা গেছে। ডাক্তারিপরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে জানা যায়।