নেইমারকে নিয়ে শঙ্কা নেই: স্কলারি

মাথাভাঙ্গা মনিটর: নকআউট পর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিলনাটকীয় জয়ে হাঁফ ছেড়ে বাঁচলেও নেইমারের চোট ভাবিয়ে তুলেছে সমর্থকদের। তবেসব শঙ্কা কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগেই নেইমার পুরোপুরি প্রস্তুতহয়ে উঠবেন বলে জানালেন কোচ লুইস ফেলিপে স্কলারির।ভক্তদের দুশ্চিন্তা কমাতে স্কলারি বলেন, তাকে (নেইমারকে) মাঠে নামাতে আমরা আমাদের সর্বোচ্চটা করবো। গত শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ১-১গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে শেষ আটে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।ওই ম্যাচের শুরুর দিকে ঊরুতে ব্যথা পান ২২বছর বয়সী এ তারকা। অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে খানিক পরেই মাঠে নামেননেইমার। খেলেন নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পুরোটা,টাইব্রেকারে শেষ শটনিয়ে জয়ে অবদানও রাখেন বার্সেলোনার এ খেলোয়াড়।আগামী শুক্রবার ফরতালেজায় শেষ আটের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।