নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি

 

মাথাভাঙ্গা মনিটর: কোপা ডেল রের গত দু আসরের চ্যাম্পিয়ন তারা। চলতি মরসুমে শিরোপা জয়ের হ্যাটট্রিক করার পথেই হাঁটছে বার্সেলোনা। গত বুধবার টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ফাইনালে কার্যত এক পা দিয়ে রেখেছে লুইস এনরিকের দল। তবে ফাইনালে যদি উন্নীতও হয় বার্সা তথাপি দলটিকে চোখ রাঙানি দিচ্ছে লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড়ের নিষেধাজ্ঞা।
ভিসেন্তে কালদেরনে গত বুধবার প্রথম লেগের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে স্বাগতিক দলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপে লুইসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার প্রাণভোমরা মেসি। একইসঙ্গে স্যামুয়েল উমতিতি ও জর্ডি আলবাও হলুদ কার্ড দেখেন। ফলে ন্যু-ক্যাম্পে ফিরতি পর্বেও এই তিন খেলোয়াড় হলুদ কার্ড দেখলে ফাইনালে (যদি বার্সা ফাইনালে উন্নীত হয়) তারা নিষিদ্ধ থাকবেন।

অবশ্য ফাইনালে ওঠার শেষ ধাপে এমনিতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। প্রথম লেগে হলুদ কার্ড দেখায় ন্যু-ক্যাম্পে ফিরতি পর্বে নিষিদ্ধ থাকবেন নেইমার। ফলে ঘরের মাঠে বার্সাকে সতর্ক হয়েই মাঠে নামতে হবে।