ধীর বোলিঙের জন্য উইন্ডিজকে জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ধীর বোলিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজ দলকে জরিমানা করা হয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জোহানেসবার্গে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ‘স্লো ওভার রেট’র হিসেবে একটি ওভার নির্ধারিত সময়ের বাইরে চলে গিয়েছিলো। এ কারণে আইসিসির এমিরেটস এলিট প্যানেলের করেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামিকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা। স্যামির অধীনে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে আগামী ১২ মাসের মধ্যে আবার এই অপরাধ করলে তাকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয়া হবে। নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৪ উইকেটে ম্যাচটি জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।