দামুড়হুদা আন্তঃ স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরন

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় উপজেলা শীতকালীন ৪৩তম আন্তঃস্কুল-মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকতা ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেলা আ.লীগ সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়হুদা দাখিল মাদরাসা সুপার হাউলী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দামুড়হুদা পাইলট স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসা প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা বালিকা বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক হাসমত আলী। সহযোগিতায় ছিলেন এম নুরুন্নবী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *