দামুড়হুদায় ৪২তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪২তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় ও গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ভেন্যু পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলায় রেফারি ছিলেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, জুড়ানপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী প্রমখ এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *