দামুড়হুদার মোক্তারপুরে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

মাঝপাড়া জেএস চ্যাম্পিয়ন নতুনপাড়া রানারআপ
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মোক্তারপুর যুব সমাজের উদ্যোগে ‘মাদককে না বলুন, বাল্যবিয়েকে লাল কার্ড’ এই স্লেøাগানকে সামনে রেখে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মোক্তারপুর ঈদগামাঠে মোক্তারপুর নতুনপাড়া ক্রিকেট একাদশ ও মাঝেরপাড়া জেএস ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মোক্তারপুর মাঝেরপাড়া জেএস ক্রিকেট একাদশ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। ১৬৩ রানের জয়ের লক্ষ্যে মোক্তারপুর নতুনপাড়া ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান সংগ্রহ করে। ফলে মোক্তারপুর মাঝেরপাড়া জেএস ক্রিকেট একাদশ ৭৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্পায়ার ছিলেন শহিদুল্লাহ, মনিরুজ্জামান ও জাফরুল মাস্টার। স্কোরার ছিলেন স্বাধীন ও শাহিন। ধারাভাষ্য দেন আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান ও সবুর। মাঝেরপাড়া ক্রিকেট একাদশের ইমন ম্যাচসেরা এবং নতুনপাড়া ক্রিকেট একাদশের রানা সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে ইপ্তি জুয়েলার্সের পক্ষ থেকে ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কার দেয়া হয়।
খেলা শেষে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব (পিপিএম) চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আব্দুল মালেক, রাশিক পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ম্যানেজার রফিকুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, যুবলীগ নেতা হযরত আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, জেলা পরিষদের সদস্য তানিয়া খাতুন, ইউপি সদস্য হামিদা খাতুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ সাইদুর রহমান টোকন, হায়দার আলী, ডা. মনিরুল, আব্দুল গনি, ফারুক হাসান, শান্তি, জাহাঙ্গীর প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন গোলজার হোসেন মালিথা ও ইপ্তি জুয়েলার্সের মালিক ইমরান আকাশ ইমান আলী।