দর্শনা দক্ষিণচাঁদপুর স্কুলমাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে মাহফুজুর রহমান মঞ্জু

 

খেলা-ধূলা যেমন মননশীলতার বিকাশ ঘটায় তেমন খুজে বের করে লুকায়িত প্রতিভা

দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুর ইয়াং ম্যান স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণচাঁদপুর স্কুলমাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু ও দর্শনা পৌর মেয়র, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মঞ্জু বলেন, খেলাধুলা যেমন মননশীলতার বিকাশ ঘটায়, তেমনি খুঁজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে।   বিশেষ অতিথির বক্তব্যে মতিয়ার রহমান বলেন, দর্শনাকে সন্ত্রাস ও মাদকমুক্তকরণের ক্ষেত্রে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। এমনিতেই দর্শনাবাসী বিনোদনপ্রিয়। তাই সেখানে বিনোদনের ব্যবস্থা করা হয়, সেখানেই দেখা মেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাই বেশি বেশি করে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। আ.লীগ নেতা আজিজুল জোয়ার্দ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,  শ্রমিকনেতা ফিরোজ আহম্মেদ সবুজ, আ.লীগ নেতা আমির হোসেন, দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, নজরুল ইসলাম, আমজাদ হোসেন, দর্শনা দোকান মালিক সমিতি নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম প্রমুখ। টুর্নামেন্টে পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নফরের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা করেন, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, তরিকুল ইসলাম, মন্টু, হুমায়ুন, হোসেন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে আন্দলবাড়িয়া একাদশকে ৩-০ গোলে হারিয়ে ভগিরথপুর একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন টুটুল, স্বপন ও আলো।