তেরেসা হেরেরা ট্রফি জিতলো রিয়াল

মাথাভাঙ্গা মনিটর: স্পেনের প্রাক-মৌসুমের অন্যতম সম্মানজনক টুর্নামেন্ট তেরেসা হেরেরা ট্রফি নবমবারের মতো জিতল রিয়াল মাদ্রিদ। ছয় বছর পর এই টুর্নামেন্টে আয়োজক দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হয়েছিল তারা। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান তারকা কাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে জিতেছে কার্লোস আনচেলত্তি শিষ্যরা। রিয়াজোর মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ৮ মিনিটের মাথায় কাকা এগিয়ে নেয় দলকে। চার মিনিট পর মোরাতা দ্বিতীয় গোল করেন। এক মিনিট যেতে না যেতেই ক্যাসেমিরো ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে জোড়া গোল পূর্ণ করেন কাকা। এই ম্যাচে আনচেলত্তি মাঠে নামিয়েছিলেন অনিয়মিত হয়ে পড়া গোলরক্ষক ও স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে। খুব বেশি পরিশ্রম তাকে করতে হয়নি। রিয়ালের আক্রমণভাগই এদিন একের পর এক হামলা চালিয়েছেন দেপোর্তিভোর রক্ষণভাগ ও গোলপোস্টে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *