তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ফিলিপ লুইস

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার বিপক্ষে আগামীকাল শনিবার বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসিকে বিপদজনকভাবে ট্যাকেল করায় লালকার্ড প্রাপ্ত অ্যাটলেটিকো মাদ্রিদের ফুল-ব্যাক ফিলিপ লুইসকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বার্সেলোনা ২-১ গোলে জয়ী হয়। বিরতির আগে মেসিকে এ ট্যাকেলের কারণে সরাসরি লালকার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান লুইস। এতে করে মেসির বাম হাঁটুতে আঘাত লাগে। এ ঘটনায় বার্সা বস লুইস এনরিকে কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে অ্যাটলেটিকো দাবী জানিয়েছে লুইসের বিপক্ষে শাস্তির মাত্রাটা বেশি হয়ে গেছে। এর বিপক্ষে তারা আপিলেরও ঘোষণা দিয়েছে।
এ শাস্তির কারণে লা লিগার পরবর্তী ম্যাচে অ্যাটলেটিকোকে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। আগামীকাল শনিবার এইবারের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না রাইট-ব্যাক হুয়ানফ্র্যান। তাছাড়া মন্টেনেগ্রোর সেন্টার-ব্যাক স্টিফেন সাভিচ অনুশীলনে থাইয়ের পেশীতে টানের কারণে বিশ্রামে রয়েছেন।