টেস্ট খেলতে চায় আফগানিস্তান

মাথাভাঙ্গা মনিটর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রস্তাব দ্বি-স্তর টেস্টের সমর্থন দিয়ে বড় ফরম্যাটে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট দল। যুদ্ধ বিধস্ত দেশ আফগানিস্তানের টেস্ট খেলার আগ্রহের কথা জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই। তিনি বলেন, আমরা এখন টেস্ট খেলার জন্য প্রস্তুত এবং ইতোমধ্যে তা প্রমাণও করেছি। ২০০৯ সালে প্রথম ওয়ানডে ও ২০১০ সালে প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলে আফগানিস্তান। ইতোমধ্যে এই দু ফরম্যাটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে দেশটি। তাই এবার টেস্ট ক্রিকেটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চায় তারা।

এজন্য বড় ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্তানিকজাই। তিনি বলেন, ‘আমি মনে করি টেস্ট খেলার জন্য আমরা প্রস্তুত এবং ইতোমধ্যে সেই প্রমাণও দিয়েছি। ইন্টানকন্টিনেন্টাল কাপে খেলার পর এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ হেরেছি আমরা। ২০১৩ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপে চারদিনের ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারি আমাভ। ওই ফাইনাল ম্যাচটিই আমাদের একমাত্র হার।