টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইউনিস খান

 

মাথাভাঙ্গা মনিটর: গত সপ্তাহেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক। এবার তার দেখানো পথে হেটে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের আরেক সেরা ব্যাটসম্যান ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ইউনিস খান বলেছেন, আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি ক্রীড়াবিদকেই এই সিদ্ধান্ত নিতে হয়। মাথা উঁচু রেখেই ক্রিকেটকে বিদায় জানাবো। আমি মনে করি এটাই আমার বিদায় নেয়ার সঠিক সময়। ২০০০ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন ইউনিস। ১৭ বছরে ১১৫টি টেস্টে ইউনিসের সেঞ্চুরি ৩৪টি। এই মুহূর্তে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান তারই। আর ২৩ রান করলেই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। পাকিস্তানের কোনো ব্যাটসম্যান এই কীর্তি এখন পর্যন্ত গড়তে পারেননি। ৩ সংস্করণেই পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন তিনি। তার নেতৃত্বে ২০০৯ সালে ইংল্যান্ডে টি- টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলো পাকিস্তান।