টি-টোয়েন্টিতে অধিনায়ক মাশরাফি

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষে দু ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দেবেন পেসার মাশরাফি বিন মুর্তজা। শনিবার রাতে এ কথা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাম কনিষ্ঠায় চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। মুশফিকের বদলে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। সহঅধিনায়ক থাকছেন তামিম ইকবালই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ ও ১৪ ফেব্রুয়ারি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। টি-টোয়েন্টি দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), এনামুল হক, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানি, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।