টাইব্রেকারের উত্তেজনায় ব্রাজিল ভক্তের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল-চিলি ম্যাচে টাইব্রেকার দেখার সময়ে বিশ্বকাপ আয়োজক দেশটির এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।৬৯ বয়সী সেইভক্ত বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ের কাছাকাছি একটি বারে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ব্রাজিলের স্বাস্থ্যবিভাগের এক মুখপাত্র জানান, হাসপাতালে নেয়ার ২ ঘণ্টা পর সেই ভক্ত মারা যান। এস্তাদোদে মিনাস পত্রিকা জানান, বৃদ্ধ লোকটি উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।ব্রাজিলের স্বাস্থ্যবিভাগ জানায়, ম্যাচ চলার সময়ে ৯৮ জন ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়।১-১ গোলে সমতায়থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর মুরিসিও পিনিইয়া ও আলেক্সিস সানচেসের প্রথম দুটিশট ঠেকিয়ে দেন সেজার। গনসালো হারার শেষ শট বারে লেগে ফিরলে ৩-২ ব্যবধানে জিতে শেষ আটনিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।পাঁচবারের চ্যাম্পিয়নদেরপক্ষে লক্ষ্যভেদ করেন দাভিদ লুইস,মার্সেলো ও নেইমার। বাইরে মারেন উইলিয়ান। আর হাল্কেরশট ঠেকিয়ে খেলায় নখ কামড়ানো উত্তেজনা এনে দেন চিলির ক্লদিও ব্রাভো।