ঝিনাইদহে ক্রিকেট প্রিমিয়ার লিগ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ক্রিকেট প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও সচেতন তরুণ সংঘের আয়োজনে এ ক্রিকেট লিগে ৮টি দল অংশ নিচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহরের এইচএসএস সড়ক থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ‘মাদককে না বলি সবাই মিলে দেশ গড়ি’ এ স্লোগান নিয়ে ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। পরে জেলা ক্রীড়া সংস্থা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসান সনু, ইনজামামুল হক, মেহেদী হাসান জিকু, মেহমুদ হাসান, শাহরুখ আহমেদ আকাশ, মেরাজ, রাসেল, শাওন প্রমুখ।

Leave a comment