জয় দিয়েই শেষ করলেন ক্যালিস

মাথাভাঙ্গা মনিটর: ক্যারিয়ারের শেষ টেস্টটা সেঞ্চুরি দিয়ে উপলক্ষটা আগেই স্মরণীয় করে রেখেছিলেন জ্যাক ক্যালিস। এবার বিদায়ী টেস্টটা আরও বর্ণিল করে তোলার উপলক্ষও পেয়ে গেলেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার। জয় দিয়েই ইতি টানলেন ১৮ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারটার। ১০ উইকেটের বড় জয় দিয়েই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছেন দু প্রোটিয়া ওপেনার গ্রায়েম স্মিথ ও আলভিরো পিটারসেন। স্মিথ ২৭ ও পিটারসেন ৩১ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করা হয়নি। তবে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ৪৫তম সেঞ্চুরিটি করে ক্যালিসই গড়ে দিয়েছিলেন জয়ের ভিত্তি। দক্ষিণ আফ্রিকা পেয়েছিলো ১৬৬ রানের লিড। প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে ভারতকে বেশ ভালোই ভুগিয়েছিলেন স্টেইন। গতকাল সোমবার ডারবান টেস্টের পঞ্চম দিনের শুরুতেও ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা পেসার।
স্টেইনের ৯ উইকেট, ক্যালিসের সেঞ্চুরি; ম্যাচ সেরা কে হবেন বলা কঠিন। তবে ক্যালিসই সেরা হলে স্টেইন নিশ্চয়ই আপত্তি করবেন না। শেষ ম্যাচ, সেঞ্চুরি, সেইসাথে ম্যাচ সেরার পুরস্কার; ইংরেজিতে একেই বলে ‘পারফেক্ট সাইনিং অফ’!